মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এমদাদুল হক
অতিত সফলতা ও ব্যর্থতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বাড়াতে হবে
শনিবার, ১৪ জুলাই, ২০১২
এস কে বাশার \ গতকাল শুক্রবার শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী। কুষ্টিয়া সদর উপজেলা এবং কুমারখালী উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে ছেউড়িয়াস্থ লালন একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মৎস্য চাষীদের উদ্যেশ্যে বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। মাছ চাষের ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে বিগত দিনে আমরা কেন মাছ চাষে ব্যর্থ হয়েছি বা সফল হয়েছি। যে সব কারনে আমরা ব্যর্থ হয়েছি সেগুলিকে পরিহার করতে হবে। আবার যেসব কারনে সফলতা এসেছে সে বিষয়গুলিকে অনুকরণ করতে হবে। তিনি বলেন, মাছ চাষ একটি সেবামূলক কাজ। কেননা মাছ চাষী নিজে যতটা না উপকৃত হয় তার চেয়ে বেশি উপকৃত হয় জাতী। তিনি বলেন, মাছ আমাদের দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয় পূরণ করে এবং বুদ্ধির বিকাশ ঘটায়। আমাদের সর্বাধিক আমিষের যোগান আসে মৎস্যখাত থেকে। সুতরাং মাছের উৎপাদন যত বৃদ্ধি পাবে জাতীয় আমিষের ঘাটতি তত বেশি পূরণ হবে। তিনি আরো বলেন, আমাদেরকে দেশ সেবার মানষিকতা নিয়ে স্ব স্ব কর্মে আত্মপ্রত্যয়ী হতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে দেশ আত্মনির্ভরশীল হলে জাতি আত্মনির্ভরশীল হবে। প্রধান অতিথি আরো বলেন, মৎস্য চাষীরা অনেক সময় নিজে অভূক্ত থেকে দেশে আমিষের যোগান দেয়। সেবার মানসীকতা নিয়ে সততার সাথে মৎস্য চাষে ব্রতি হলে যে কোন মৎস্য চাষীর ভাগ্যের উন্নয়ন হতে বাধ বলে তিনি বলেন। কুমারখালী উপজেলা মৎস্য কর্মকর্তা সাজদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফ উজ্জামান, লালন একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, চাপড়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, কুমারখালি-খোকসা আসনের এমপি’র প্রতিনিধি এনামূল হক মঞ্জু। ব্কতৃতা করেন মৎস্য চাষী মুসা আলী খান, গিয়াস উদ্দিন বাবলু প্রমুখ। উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ ক্লাবের সভাপ্রধান কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য দপ্তরের এফএ গৌতম কুমার রায়, সহসভা সমন্বয়কারী খায়রুল বাশার, সভা নির্বাহী মোজাহিদুল ইসলাম প্রিন্স, বাংলা বাজার পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরিফ মেহমুদ, কালিগঙ্গা-বাদলবাসা মৎস্য চাষী সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক মৎস্য চাষী। অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালি উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। আলোচনা শেষে লালন একাডেমীর শিল্পিবৃন্দ সংগীত পরিবেশন করেন।
No comments:
Post a Comment