Saturday, July 7, 2012

ছাগল পালনকারীদের জন্য পরামর্শ

কৃষি প্রতিবেদক \ বর্ষা মৌসুম শুরু। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সাধারনত বৃষ্টি বা বর্ষা মৌসুমে ছাগল বেশি রোগাক্রামত্ম হয়। ছাগল ঠান্ডায় মারাত্মক সংবেদনশীল, তাই বৃষ্টি ভেজা থেকে ছাগল সাবধানে রাখতে হবে। বিশুদ্ধ ও পরিস্কার পানি খাওয়াতে হবে। বাসি-পচা খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। ডোবা ও জলাশয়ের ঘাস খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। অন্যথায় ছাগলের কলিজায় পাতা কৃমি আক্রমন করতে পারে। ছাগলের মারাত্মক ক্ষতিকারক রোগ হচ্ছে পিপিআর বা গোট প্লেগ। এ রোগ থেকে রক্ষা পেতে সুস্থ অবস্থায় টিকা দিতে হবে। পূর্ণ বয়স্ক ছাগল কৃমি রোগ থেকে রক্ষা করতে বছরে অমত্মত দু’বার কৃমি নাশক খাওয়াতে হবে। এই মৌসুমে ছাগলের চর্মরোগ, একথাইমা, টিটেনাস, শর্দি-কাশি ও ক্ষুরা রোগ হতে পারে। ছাগলের যে কোন বিকৃত চেহারা বা অস্বাভাবিক কোন আচরণ দেখা মাত্রই নিকটস্থ পশু চিকিৎস্যকের পরামর্শ নিতে হবে। (তথ্যসুত্রঃ বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর)

No comments:

Post a Comment