Wednesday, July 25, 2012


কৃষ্টিয়ায় আমন চাষ লক্ষ্যমাত্রা ৭৫ হাজার হেক্টর

চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ২.৩২ লাখ মেট্টিক টন

এস কে বাশার \ চলতি মৌসুমে কুষ্টিয়ায় আমন চাষ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫ হাজার ৪৩ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৩২ হাজার ৯০ মেট্টিক টন (চাল)। এবছর কুষ্টিয়ায় উফশি আমন চাষ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৪ হাজার ৩২৩ হেক্টর এবং স্থানীয় জাতের আম,ন চাষ লক্ষ্যমাত্রা ৭২০ হেক্টর। হেক্টরপ্রতি ২.৭২ মেট্টিক টন হিসেবে উফশি চাল উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ২ হাজার ১৪৪ মেট্টিক টন এবং স্থানীয় জাতের হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১.৫৯ মেট্টিক টন। এতে ১১৪৬ মেট্টিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। উল্লিখিত পরিমান জমিতে আমন ধান চাষ সম্পন্ন করতে জেলায় এবছর বীজতলা করা হয়েছে ৩ হাজার ৮৯৬ হেক্টর। কৃষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানাগেছে জেলায় ইতিমধ্যে ৪০ হাজার হেক্টর জমিতে আমন চাষ সম্পন্ন হয়েছে। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ লুৎফর রহমান জানান, এবছর বৃষ্টিপাতের পরিমান কম হলেও আবহাওয়া আমন চাষের অনুকুলে রয়েছে। এছাড়া গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সারা বছরই পানি পাওয়া যাচ্ছে। এজন্য ভূগর্ভস্থ সত্মরে পানির লেয়ার রয়েছে স্বাভাবিক। যে সব অঞ্চলে জিকে সেচ ক্যানেল রয়েছে ওই সব এলাকায় কৃষকরা সহজেই আমন চাষ করতে পারছেন। এছাড়া যেসব এলাকায় জিকে সেচ ব্যবস্থা নেই ওই এলাকার কৃষকরা সেচ দিয়ে আমন চাষ করছেন। উপ-পরিচালক বলেন এখন আমন রোপণের ভরা মৌসুম চলছে। এবছর আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল-টাকিমারার কৃষক সাইদুল ইসলাম বলেন, বোরো মৌসুমে ধানের বজার মূল্য কম গেছে। এজন্য অনেকেই আউশ চাষ থেকে বিরত ছিল। কিন্তু জমি ফেলে রেখেতো লাভ নেই। এজন্য অনেক আউশের জমিতেও আমন ধান রোপণ করা হচ্ছে। এবছর আমন চাষ বৃদ্ধি পাবার আশা করছেন কৃষকরাও।

No comments:

Post a Comment