Friday, July 27, 2012



পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছার নুনিয়াপাড়া গ্রামের এক কলা গাছে ২০টি মোচা ধরায় প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে একনজর দেখার জন্য। উপজেলার সোলাদানা ইউপির সদস্য পরিতোষ ম-ল বলেন, কয়েকদিন আগে তার এক কলাগাছে অনেকগুলো কলার মোচা দেখা যায়। তখন ভালোভাবে না দেখলেও পরে অনেকে দেখে জানায় গাছে ২০টি মোচা হয়েছে এবং আরো কয়েকটি মোচা বড় হওয়ার অপেক্ষায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন উৎসুক জনতা একনজর এতগুলি মোচা দেখার জন্য ভিড় জমাচ্ছে। এলাকার প্রবীণব্যক্তিত্ব মনোহর চন্দ্র ম-ল বলেন শুনেছি এক গাছে ১০-১২টা মোচা হয় কিন্তু ২০টিরও অধিক হতে পারে তা আমার জানা ছিল না। এই প্রথম দেখলাম।

No comments:

Post a Comment