রাশিদার এখন সুখের সংসার
গোলাম কিবারয়া পটুয়াখালী
মুসলিম এইডের সুদমুক্ত ঋণে রাশিদা বেগম এখন গড়ে তুলেছেন সুখের সংসার। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বজলুর রহমানের স্ত্রী রাশিদা বেগম। তার স্বামী বজলুর রহমান একজন দরিদ্র কৃষক। ছয় সদস্যের সংসার স্বামীর একার আয়ে চলে না। বিয়ের পর থেকে স্বামীর পাশাপাশি সংসারের আয় বাড়ানোর জন্য কৃষিকাজ করেন। হাঁস-মুরগি পালন করেন। সিডর-আইলায় তিগ্রস্ত হয় তার কৃষিজমি। কিন্তু টাকার অভাবে কৃষিকাজ করতে পারেননি। ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ হাওয়ার উপক্রম হয়।
অবশেষে তিনি সন্ধান পান ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিপি) অর্থায়নে পরিচালিত মুসলিম এইডের সুদমুক্ত ঋণের। সংস্থাটি সুদমুক্ত ঋণ হিসেবে প্রথমে তাকে দেয় ১০ হাজার টাকা। শুরু করেন রাজহাঁস ও বাদাম চাষ। বাদাম চাষে সে বছর তিনি প্রায় ৩০ হাজার টাকা লাভ করেন। প্রথম কিস্তির ঋণ পরিশোধ করার পর দ্বিতীয় কিস্তির ঋণ হিসেবে গ্রহণ করেন ২০ হাজার টাকা। দ্বিতীয় ঋণ পরিশোধ করার পর তৃতীয় কিস্তি ঋণ হিসেবে গ্রহণ করেন ২০ হাজার টাকা। পরপর তিন বার ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ নিয়ে সংসারে অভাব দূর করেন রাশিদা বেগম। বর্তমানে তিনি একটি রাজহাঁসের খামারও গড়ে তুলেছেন।
রাশিদা বেগম জানান, কৃষিকাজ ও হাঁস পালন করে সংসার চালাতে এবং ছেলেমেয়েদের পড়াশুনা করাতে এখন আর সমস্যায় পড়তে হয় না। এখন তার সুখের সংসার।
অবশেষে তিনি সন্ধান পান ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিপি) অর্থায়নে পরিচালিত মুসলিম এইডের সুদমুক্ত ঋণের। সংস্থাটি সুদমুক্ত ঋণ হিসেবে প্রথমে তাকে দেয় ১০ হাজার টাকা। শুরু করেন রাজহাঁস ও বাদাম চাষ। বাদাম চাষে সে বছর তিনি প্রায় ৩০ হাজার টাকা লাভ করেন। প্রথম কিস্তির ঋণ পরিশোধ করার পর দ্বিতীয় কিস্তির ঋণ হিসেবে গ্রহণ করেন ২০ হাজার টাকা। দ্বিতীয় ঋণ পরিশোধ করার পর তৃতীয় কিস্তি ঋণ হিসেবে গ্রহণ করেন ২০ হাজার টাকা। পরপর তিন বার ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ নিয়ে সংসারে অভাব দূর করেন রাশিদা বেগম। বর্তমানে তিনি একটি রাজহাঁসের খামারও গড়ে তুলেছেন।
রাশিদা বেগম জানান, কৃষিকাজ ও হাঁস পালন করে সংসার চালাতে এবং ছেলেমেয়েদের পড়াশুনা করাতে এখন আর সমস্যায় পড়তে হয় না। এখন তার সুখের সংসার।
This kind of agricultural work already done to build a happy family. You will find the search Agricultural cultivation here.
ReplyDeleteAgricultural cultivation
Home Page